Ketogenic Beef Pizza | Bangla Diet Recipe

                        




উপকরণঃ ১০০ গ্রাম গরুর মাংস (Beef):- Total calories = 150 kcal. Fat- 7.1 g Carbs-0 g Protein- 20.3g ডিম 2 টা :- Calories-143 kcal. Fat = 9.5g, Carbs = 0.7 g, Protein = 12.6g
৫০ গ্রাম মাশরুম:- Total Calories = 10 kcal. fat = 0 g carbs = 1.3 g, protein = 0.9 gram
৫০ গ্রাম টমেটো:- Total Calories = 9 kcal.  Carb = 2 gm, fat = 0.1g, protein = 0.4 g
২৫ গ্রাম mozzarella cheese:- Total calories -88 kcal. carb = 1.1 g fat = 6.6 g, protein = 7.7g
বাটার ১ চা চামচ:- Total Calories:- 33 kcal. Fat = 3.7 g,  Carbs = 0.0g, Protein = 0.1 g 
সর্বমোট ৪৩৩ ক্যালরি।
প্রস্তুতপ্রণালীঃ
1- ডিম ফেটে নিব , 2-হলুদ মরিচ ও মসলা দিয়ে কিমা সেদ্ধ করা গরুর মাংস ,( চাইলে মুরগির কিমা ও ব্যবহার করতে পারেন,) 3- ফ্রাই পেন এ হাল্কা আচ এ বাটার দিয়ে দিব,তার পর ফেটে রাখা ডিম দিয়ে দিব, আর সব উপকরণ উপরে সাজিয়ে দিয়ে ঢাক্না দিয়ে ঢেকে দিব, সাদ মত চাইলে চিলি বা পেপার ব্যবহার করতে পারেন, বেস 4/5 মিনিট পর নামিয়ে নিলেই হয়ে গেল, #মেইন-মিল বা স্ন্যক্স হিসেবে নিতে পারেন , #low carb ,keto , #beef_pizza (note:ডিম 2 টা সাতে বারিয়ে দিয়ে এই উপকরণ দিয়েই চাইলে দুটো তইরী করতে পারেন.. যেহেতু চিজ এ লবণ আছে আর বিফ ও লবন দিয়ে রান্না করে তাই লবন আলদা না দিলেও হবে, , আর গরুর মাংস ব্লেন্ডার করে কিমা করে যদি আলাদা ফ্রিজ করে সংরক্ষন করতে পারবেন, যখন খুসি ইচ্ছা অনুযাই রেসিপি বানাতে সহজ হবে) 👏

Recipe from Roksana Bithi 

........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

Sleep Tracker Alarm

জনপ্রিয় রেসিপি

মিক্সড ভেজিটেবল | Diet Recipe | Mixed Veg

চিকেন সাস্লিক রেসিপি | Chicken Saslic Recipe

তেল ছাড়া চিকেন রেসিপি | Oil Free Chicken Recipe