রুটি নুডলস
লো-কার্ব উপকরণঃ ১. ৫০ গ্রাম আটার রুটি ( 180 cal) Carb- 39.3 g, protn- 0.5 g, fat- 5.1g ২. ১ টা ডিম (70 cal) carb- 1g, protn- 5 g, fat- 6 g ৩. ঘি ১ টেবিল চামচ (45cal) carb-0 protn- 0, fat- 5 g ৪. গাজর ২ টেবিল চামচ ( 12 cal) Carb- 2 g, prtn- 0.1 g, fat- 1.5 g ৫. চাট মশলা ( হোমমেড) ১ চা চামচ ৬.গোলমরিচ গুড়া পরিমাণমত। ৭. লবণ পরিমানমতো
# প্রথমে রুটি ভেজে ছোট ছোট লম্বা টুকরা আকারে কেটে নিন। ঘি দিয়ে পেয়াজ, গাজর আর ডিম পরিমাণমতো লবণ দিয়ে ভেজে নিন। রুটির টুকরা দিয়ে চাটমশলা, গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নেরে চেরে নামিয়ে নিন। হালকা চাট মশলা উপরে ছিটিয়ে দিন।
Recipe By T. Mim
