কিটো/লো-কার্ব মিক্সড ফ্রাইড রাইস উইথ পিনাট বাটার ডায়েট রেসিপি

উপকরণ ও ম্যাক্রো রেশিওঃ
১. চিকেন ১০০ গ্রাম - ১২৫ ক্যালরি
২. ফুলকপি ১০০ গ্রাম - ২৪ ক্যালরি
৩. ১ টা ডিম - ৭০ ক্যালরি
৪. অলিভ অয়েল - ১টেবিল চামচ- ১১৯ক্যালরি
৫. পিনাট বাটার - ১ টেবিল চামচ - ৯৪ ক্যালরি।
৬. ব্রকলি - ৫/৬ পিস।

৭. আদা পেষ্ট, রসুন পেষ্ট ১/২ চা চামচ করে
৮. কাঁচা মরিচ - ২টা কুঁচি করা
৯. লবন - স্বাদ মতো
১০. গাজর আর ধনে পাতা - পরিবেশনের জন্য।

প্রণালী :-
১. প্রথমে চিকেন গুলো ছোট ছোট পিস করে কেটে ১/২ চা চামচ আদা ও রসুন পেষ্ট, ১চা চামচ সয়া সস দিয়ে মেরিনেট করে রাখুন ২০ মিনিট।
২. এবার ফুলকপি গুলোকে ছোট করে কেটে ব্লেন্ডারে ভাতের মতো সাইজ করে ঝুরি করুন । এরপর ৪ মিনিট সিদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিন।
৩. গাজর এবং ব্রকলি একটু ভাপ দিয়ে নিন।
৪. ফ্রাইংপ্যান এ ১/২ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে ফেটানো ডিম ভেজে নিন।
৫. এরপর বাকি ১/২ চামচ তেল ফ্রাইংপ্যান এ দিয়ে মেরিনেট করা চিকেনগুলো ভেজে নিন ৩/৪ মিনিট। 
৬. সিদ্ধ ফুলকপির কুঁচি আর পিনাট বাটার দিয়ে একটু ভেজে নিন।
৭. সবশেষে কাঁচামরিচ কুঁচি, ব্রকলি আর গাজর কুঁচি, ধনে পাতা কুঁচি দিয়ে ভালো করে মিক্স করে ২/৩ মিনিট ফ্রাই করে নিন।
ব্যস হয়ে গেলো কিটো ফ্রেন্ডলি ফ্রাইড রাইস।
মোট শক্তিঃ ৪৩৩ ক্যালরি।


........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

Sleep Tracker Alarm

জনপ্রিয় রেসিপি

মিক্সড ভেজিটেবল | Diet Recipe | Mixed Veg

চিকেন সাস্লিক রেসিপি | Chicken Saslic Recipe

তেল ছাড়া চিকেন রেসিপি | Oil Free Chicken Recipe