চকলেট মগ কেক

diet cake chocolate bengali

কারোর জন্মদিনকে উপলক্ষ্য করে ১টি মাত্র ডিম দিয়ে চুলাতে তৈরি করতে পারেন চকলেট মগ কেক 🎂 

উপকরণ:- 
- ১টি ডিম 
- ৩ টেবিল চামচ আটা 
- ২ টেবিল চামচ কোকো পাউডার 
- হাফ চা চামচ বেকিং পাউডার 
- ১টি স্টেভিয়া স্যাশে 
- ২ টেবিল চামচ মেল্টেড বাটার
- হাফ চামচের কম চকলেট এসেন্স
- এক চিমটি লবণ।

প্রস্তুত প্রণালি:- মগের মধ্যে ডিম এবং প্রতিটি উপকরণ একসাথে দিয়ে খুব ভালো করে( ৪-৫ মিনিট) নেড়ে নিতে হবে। এরপর চুলাতে একটা সসপ্যান দিয়ে তাতে বালি বা লবন দিয়ে ১০ মিনিট প্রি-হিট করে নিতে হবে।এরপর একটা স্ট্যান্ড বসিয়ে মগ টা বসিয়ে দিবেন। প্রথম ১০ মিনিট হাই হিট তারপর ১০ মিনিট মিডিয়াম আর পরে ৫ মিনিট লো হিটে রাখবেন। ব্যস, হয়ে গেল আপনার মগ কেক। 

ক্যালরি ভ্যালু:- ১টি ডিম ৭৪ ক্যালরি, ৫ গ্রাম ফ্যাট, ৬ গ্রাম প্রোটিন । ২ টেবিল চামচ ঘি ২২৪ ক্যালরি, ২৫ গ্রাম ফ্যাট । ৬৫ গ্রাম আটা , ১৭৩ ক্যালরি, ২ গ্রাম ফ্যাট, ৩২ গ্রাম কার্ব,৪ গ্রাম প্রোটিন । 

টিপ্স:- # রুম টেম্পারেচার এ থাকা ডিম ইউজড করতে হবে। ফ্রিজ এ থাকলে ঘন্টা খানেক আগে বের করে রাখবেন
 # পারফেক্ট কেক চাইলে অবশ্যই মেজারমেন্ট স্পুন ইউজড করতে হবে।
 # চকলেট এসেন্স না থাকলে ভ্যানিলা এসেন্স ও ব্যবহার করতে পারবেন

By Sameera Hussain

........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

Sleep Tracker Alarm

জনপ্রিয় রেসিপি

মিক্সড ভেজিটেবল | Diet Recipe | Mixed Veg

চিকেন সাস্লিক রেসিপি | Chicken Saslic Recipe

তেল ছাড়া চিকেন রেসিপি | Oil Free Chicken Recipe