Diet Friendly Chicken Fry


ডায়েট ফ্রেন্ডলি Chicken 65 যা যা লাগবেঃ- মুরগির বুকের মাংস ২০০ গ্রাম, আদা+রসুন+পেঁয়াজ বাটা ১ চা চামচ,১টি ডিম, ২ চা চামচ লেবুর রস,২ চা চামচ টক দই,১ চা চামচ পাপরিকা পাউডার (পাপরিকা পাউডার না থাকলে লাল মরিচ গুড়ি), হাফ চা চামচ সাদা/কালো গোল মরিচের গুড়ো (ঝাল কম খেলে না দিলেও চলবে), ১ চা চামচ গরম মসলা/জিড়া গুড়ো,লবন স্বাদমত। প্রস্তুত প্রণালীঃ- মুরগির বুকের মাংস ছোট কিউব করে কেটে নিয়ে উপরের উল্লেখিত সব উপকরন একসাথে ভালোমতন মিশিয়ে ১৫-২০ মিনিট ফ্রিজে মেরিনেশনের জন্য রেখে দিতে হবে। তারপর ১৫ মিনিট পর বের করে নরমাল টেম্পারেচারে আসলে ২ টেবিল চামচ বাটার এ খুব অল্প আঁচে ভেজে নিবেন। ব্যাস হয়ে গেলো মজাদার ইয়াম্মি Chicken 65। টোটাল ক্যালরি ভ্যালু ৩৫৫ ক্যালরি। #২০০ গ্রাম মুরগির মাংস:- ২০৮ ক্যালরি। প্রোটিন ৪৬ গ্রাম, ফ্যাট ২.৪ গ্রাম। #২ চা চামচ/১০ গ্রাম বাটার:-৭৩ ক্যালরি। ফ্যাট ৮ গ্রাম। #১টি ডিম:-৭৪ ক্যালরি। প্রোটিন ৬ গ্রাম কার্ব ০.৩ গ্রাম ফ্যাট ৫ গ্রাম

By Sameera Hussain

........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

Sleep Tracker Alarm

জনপ্রিয় রেসিপি

মিক্সড ভেজিটেবল | Diet Recipe | Mixed Veg

চিকেন সাস্লিক রেসিপি | Chicken Saslic Recipe

তেল ছাড়া চিকেন রেসিপি | Oil Free Chicken Recipe