কিটো ডায়েট বার্গার | Keto Diet Burger Recipe

 কিটোজেনিক লাভা বার্গার


ম্যাক্রোঃ
কার্বহাইড্রেটঃ- ৪ গ্রাম
ফ্যাটঃ- ৩৯ গ্রাম
প্রোটিনঃ- ২৩ গ্রাম

উপকরণঃ
১. ইসুপগুল- ৩ টেবিল চামচ
২. ডিম - ৩টি
৩. বাটার/তেল - ২ টেবিল চামচ
৪. পেয়াজ - ৩০ গ্রাম
৫. কাচা মরিচ - স্বাদ মত
৬. চিকেন - ৫০ গ্রাম
৭. চীজ / মায়ানেজ - ১ টেবিল চামচ
৮. লেটুস পাতা / ধনে পাতা পরিমাণ মত


প্রস্তুত প্রনালিঃ

১. ইসুপগুল ,১টি ডিম ,কাচা মরিচ ,লবন, মিক্সিং করে কিছু সময় রেখে দিন।


২. চিকেন কুচি কুচি করে ১ টেবিল স্পুন বাটার/তেল এ ভেজে নিন। 

৩. বাকি ২টি ডিম হাল্কা কাচা কাচা কুসুম রাখে পোচ করে নিন। চাইলে হাল্কা পেপার পাওডার ও লবন দিয়ে পানি পোচও করতে পারেন।

৪. মিক্সিং করা ইসুপগুল অর্ধেক অর্ধেক করে ১ টেবিল চামচ বাটারে ব্রেড আকারে ভেজে নিন।

৫. মায়ানাজ / চিজ ফ্রাই পেনে অল্প মেল্ট করে উপরে দিন এর পর ইচ্ছা সব দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

By Roksana Bithi

........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

........ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

Sleep Tracker Alarm

জনপ্রিয় রেসিপি

মিক্সড ভেজিটেবল | Diet Recipe | Mixed Veg

চিকেন সাস্লিক রেসিপি | Chicken Saslic Recipe

তেল ছাড়া চিকেন রেসিপি | Oil Free Chicken Recipe