কিটো ডায়েট বার্গার | Keto Diet Burger Recipe

 কিটোজেনিক লাভা বার্গার


ম্যাক্রোঃ
কার্বহাইড্রেটঃ- ৪ গ্রাম
ফ্যাটঃ- ৩৯ গ্রাম
প্রোটিনঃ- ২৩ গ্রাম

উপকরণঃ
১. ইসুপগুল- ৩ টেবিল চামচ
২. ডিম - ৩টি
৩. বাটার/তেল - ২ টেবিল চামচ
৪. পেয়াজ - ৩০ গ্রাম
৫. কাচা মরিচ - স্বাদ মত
৬. চিকেন - ৫০ গ্রাম
৭. চীজ / মায়ানেজ - ১ টেবিল চামচ
৮. লেটুস পাতা / ধনে পাতা পরিমাণ মত


প্রস্তুত প্রনালিঃ

১. ইসুপগুল ,১টি ডিম ,কাচা মরিচ ,লবন, মিক্সিং করে কিছু সময় রেখে দিন।


২. চিকেন কুচি কুচি করে ১ টেবিল স্পুন বাটার/তেল এ ভেজে নিন। 

৩. বাকি ২টি ডিম হাল্কা কাচা কাচা কুসুম রাখে পোচ করে নিন। চাইলে হাল্কা পেপার পাওডার ও লবন দিয়ে পানি পোচও করতে পারেন।

৪. মিক্সিং করা ইসুপগুল অর্ধেক অর্ধেক করে ১ টেবিল চামচ বাটারে ব্রেড আকারে ভেজে নিন।

৫. মায়ানাজ / চিজ ফ্রাই পেনে অল্প মেল্ট করে উপরে দিন এর পর ইচ্ছা সব দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

By Roksana Bithi

........"আয়-ব্যয়ের হিসাব এখন হাতের মুঠোয় – সহজ, দ্রুত ও স্মার্ট! 🔥📱"

........"আয়-ব্যয়ের হিসাব এখন হাতের মুঠোয় – সহজ, দ্রুত ও স্মার্ট! 🔥📱"

Account Manager

জনপ্রিয় রেসিপি

মিক্সড ভেজিটেবল | Diet Recipe | Mixed Veg

চিকেন সাস্লিক রেসিপি | Chicken Saslic Recipe

তেল ছাড়া চিকেন রেসিপি | Oil Free Chicken Recipe